• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পিকে হালদারের ‘সহযোগীদের’  এক হাজার ৬০ কোটি টাকা ফ্রিজ

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২১, ২০:১২
পিকে হালদার,
পিকে হালদার।

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের মুখে বিদেশে পালিয়ে রয়েছেন। এদিকে তার ৬২ জন ‘সহযোগীদের’ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৬০ কোটি টাকা ফ্রিজ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

পিকে হালদারের ৬২ জন ‘সহযোগীর’ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক হাজার ৬০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে বলে জানান তিনি।

দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার জানালেন, তাদের তদন্তকারী কর্মকর্তার ভাষ্য মতে এ পর্যন্ত ৬২ জনের সঙ্গে তার (পিকে হালদার) লিংক পাওয়া গেছে। বিভিন্ন জনের মাধ্যমে তার বিভিন্ন দিকে সূত্র আছে। এরই মধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পি কে হালদারকে দেশে আনার বিষয়ে যা জানাল দুদক
পি কে হালদারসহ ৬ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন
X
Fresh