বাংলাদেশে বিট কয়েন প্রতারণা চক্রের মূলহোতা আটক
বাংলাদেশে বিট কয়েনের প্রতারণা চক্রের মূলহোতা মো. রায়হান হোসেনকে (২৬) আটক করেছে র্যাব-১।
আজ বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, আজ সকালে ঢাকার গাজীপুরে অভিযান চালিয়ে এই প্রতারককে আটক করে র্যাব-১।
তিনি বলেন, অভিযানে তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৮টি সিম কার্ড, ২৭১টি বিট কয়েন একাউন্ট জব্দ করা হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এসএস