৩০ বছরে দেশে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বাড়বে সাত গুণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আগামী ৩০ বছরে বাংলাদেশে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা সাত গুণ বেড়ে যাবে। আর ২০৫০ সাল নাগাদ আরও ৩০ লাখ মানুষ তাদের বাস্তুভিটা ছাড়তে বাধ্য হবে।
এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইড ও ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার যৌথ জরিপে।
বাংলাদেশে এরইমধ্যে দুই কোটির বেশি মানুষ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষ করে করোনাকালীনও চার দফা বন্যায় জলবায়ু ক্ষতিগ্রস্থদের করুণ চিত্র দেখা গেছে।
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে ২০৫০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় ছয় কোটি ৩০ লাখ মানুষ উদ্বাস্তু হবে বলেও উল্লেখ করেছে গবেষণাটি।
ওয়াই