• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র‌্যাব ডিজি (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২১, ১৩:৩০
Irfan Selim's case is pending, no comment now: RAB DG
র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বর্তমানে ইরফান সেলিমের মামলাটি আদালতে বিচারাধীন। সেটি আদালত বুঝবে। আদালতের বিষয় নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না।

রাজধানীর উত্তরার র‌্যাব সদর দপ্তরে মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে র‌্যাব।

এসময় তিনি আরও বলেন, হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসায় অভিযানে যা পাওয়া গেছে তাই র‌্যাব মামলায় দেখিয়েছে এবং সেভাবেই মামলা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তাদের তদন্তে যা পেয়েছে তারা তাই দাখিল করেছে।

পরে অবশ্য একই স্থানে র‌্যাবের মিডিয়া পরিচালক আশিক বিল্লাহ সাংবাদিকদের বলেন, ইরফান সেলিমের বিরুদ্ধে র‌্যাবের অভিযোগ সত্য। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই র‌্যাব অভিযান চালিয়েছে। চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেবে র‌্যাব।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফের মামুনুল হকের তিন মামলায় জামিন 
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
X
Fresh