• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ মার্চ ২০১৭, ২১:৪২

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে অভিনন্দন-শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো বার্তায় তিনি এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ট্রাম্প বলেন, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত.. যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমেরিকার বন্ধুত্বের সম্পর্ক আরো বলিষ্ঠ হয়েছে এবং গেলো ৪ দশকের চেয়ে আরো গভীর হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ এবং সন্ত্রাসবাদবিরোধী লড়াইসহ বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ অংশীদার।

বার্তার শেষদিকে আরো একবার স্বাধীনতা দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও আমেরিকার শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের আরো অগ্রগতির দিকে তাকিয়ে আছি।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh