• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ছয় অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২০, ১৬:০২
Foggy road
কুয়াশায় ভরা রাস্তা

শ্রীমঙ্গল, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর এবং চুয়াডাঙ্গাসহ ছয় অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তর থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এজন্য মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা আকাশ পরিষ্কার/অস্থায়ীভাবে মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরও বলা হয়েছে, শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে সারাদেশের আবহাওয়া। দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়াও দেশজুড়ে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, জবুথবু জনজীবন
নওগাঁয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 
নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯, বইছে মৃদু শৈত্যপ্রবাহ
X
Fresh