• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পৌর নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে ৬৫ শতাংশ

আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২০, ১৬:২২
ভোট×ভালো×৬৫×নির্বাচন×বাংলাদেশ×
ফাইল ছবি

নির্বাচন কমিশন জানিয়েছেন এবারের পৌর নির্বাচনের প্রথম ধাপের দেশের যেসব পৌরসভায় গতকাল সোমবার ভোট হয়েছে, তাতে মেয়র পদে ৬৫ শতাংশ ভোট পড়েছে।

ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান আজ মঙ্গলবার বলেন, গতকাল সোমবার ভোট হওয়া ২৪ পৌরসভার মধ্যে একটিতে মেয়র পদের ফলাফল প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে। বাকি ২৩ পৌরসভায় গড়ে ৬৫.০৬ শতাংশ ভোট পড়েছে।

গতকাল সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব পৌরসভার ইভিএমে ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার আগেই খুলনার চালনা পৌরসভার মেয়র পদের একজন প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ওই পৌরসভায় মেয়র পদের ফল স্থগিত করে ইসি।

করোনা মহামারীর মধ্যে স্থানীয় এ নির্বাচনে ভোটের সেই উত্তাপ ছিলো না। বিএনপি কারচুপির অভিযোগ এনে ফলাফল ‘প্রত্যাখ্যান’ করলেও নির্বাচন কমিশনের ভাষায় গতকাল সোমবারের নির্বাচন ‘সাকসেসফুল’ হয়েছে।

দলীয় প্রতীকের এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন বিএনপির ধানের শীসের দুই জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন।

ইসির জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, পটুয়াখালীর কুয়াকাটায় সর্বোচ্চ ৮৫.৩১ শতাংশ ভোট পড়েছে এ নির্বাচনে। আর সবচে কম চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪.৮৫ শাতংশ ভোট পড়েছে, যা সারা দেশে সবচেয়ে কম।

২৩ পৌরসভায় ছয় লাখ ১২ হাজার ৫৭০ জন ভোটার ছিলেন এবার। এর মধ্যে মেয়র পদে বৈধ ভোট পড়েছে তিন লাখ ৯৭ হাজার ৭৭৯টি।

গতকাল সোমবার ভোট শেষে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব মো. আলমগীর বলেছিলেন, ‘নির্বাচন সার্বিকভাবে খুব ভালো হয়েছে। ভোটারদের উপস্থিতিও ভালো ছিলো। সাকসেসফুল নির্বাচন হয়েছে।’

জেবি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
শাবনূরের বিকল্প নেই : ডিপজল
X
Fresh