• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুষ্প্রাপ্য রক্তের জন্য 'বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ'

আরটিভি নিউজ ডেস্ক

  ২৭ ডিসেম্বর ২০২০, ১৮:৩২
B Negative Blood Donor Bangladesh
বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ

বি নেগেটিভ রক্তকে বলা হয় দুষ্প্রাপ্য রক্ত। এই রক্তের ডোনার সহজে খুঁজে পাওয়া যায় না। এ কারণে অল্পতে ঝরে যায় অনেক প্রাণ। বিষয়টি উপলব্ধি করে এবার এগিয়ে এলো একটি সেচ্ছাসেবী সংগঠন। তারাই সহজে এই রক্তের ব্যবস্থা করে দেবে। সংগঠনের নামই 'বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ'।

সংগঠনের মুখপাত্র রফিকুল ইসলাম তাজবীর বলেন, বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ খুব সহজে রক্তের চাহিদা মেটাতে একটি মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইট তৈরি করেছে। আমাদের দেশে অনেক বি নেগেটিভ রক্তবহনকারী আছেন, সবার কাছে আমাদের সংগঠনের বার্তা পৌঁছে দিতে আমরা উদ্যোগ নিয়েছি। বি নেগেটিভ রক্তবহনকারীদের আমাদের ছায়ায় আনতে চাই। সবাই মিলেই একদিন বড় আকারে মানুষের সেবা করতে পারব।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh