• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশে ২৪ ঘণ্টায় আরও ২২ ডেঙ্গু রোগী হাসপাতালে

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৩২
Another 22 dengue patients are hospitalized in the country in 24 hours
দেশে ২৪ ঘণ্টায় আরও ২২ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ২০ জন ও বিভাগীয় হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৬ ও ঢাকার বাইরের হাসপাতালে ৯ জন রোগীর ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ও স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মোট ভর্তিকৃত ২২ জনের মধ্যে রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে তিনজন, বিজিবি হাসপাতালে দুইজন ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনজন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জন। এছাড়া রাজধানীর বাইরে খুলনা বিভাগে দুইজন ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে মোট আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ৩ জন মারা গেছে। এর মধ্যে আগস্টে একজন ও অক্টোবরে দুজন।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh