logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:০৩

ভাস্কর্য বিতর্ক নিরসনে শীর্ষ আলেমদের ৫ দফা প্রস্তাব

Top scholars offer 5 points to resolve the sculpture controversy
ভাস্কর্য বিতর্ক নিরসনে শীর্ষ আলেমদের ৫ দফা প্রস্তাব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান দেশের শীর্ষ আলেমরা। একইসঙ্গে প্রধানমন্ত্রী বরাবর আলেমদের বক্তব্য নিয়ে বিশেষ চিঠিও দেওয়া হবে। 

রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় শীর্ষ আলেমদের বৈঠকে শনিবার (৫ ডিসেম্বর) এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড-আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।  

বৈঠকে বিভিন্ন প্রস্তাব পেশ করেন দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ আলেমরা। পরে সবার সম্মতিতে ৫ দফা প্রস্তাব গৃহীত হয়। এছাড়া বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাশের উস্কানিমূলক কর্মকাণ্ড বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহারে বিশ্বনবীর (সা.) প্রতি অবমাননাকর আচরণের ওপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। 

বৈঠকে শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন- হাটহাজারী মাদরাসার প্রতিনিধি মুফতি জসীমুদ্দীন, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা আব্দুল হালীম বোখারীর প্রতিনিধি মাওলানা আবু তাহের নদভী, মুফতি রুহুল আমীন, মুফতি সৈয়দ ফয়জুল করীম, আল্লামা নুরুল ইসলাম জিহাদি আল্লামা আব্দুল হামিদ, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা নূর হোসাইন কাসেমীর প্রতিনিধি মাওলানা নাজমুল হাসান, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি মনসুরুল হক প্রমুখ।
পি
 

RTV Drama
RTVPLUS