logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭

ভাস্কর্য নিয়ে আলেমদের বিতর্কে জড়ানো ঠিক হবে না: জাফরুল্লাহ

ভাস্কর্য নিয়ে আলেমদের বিতর্কে জড়ানো ঠিক হবে না: জাফরুল্লাহ
ডা. জাফরুল্লাহ চৌধুরী ।। ফাইল ছবি
ভাস্কর্য নিয়ে আলেমদের বিতর্কে না জড়ানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আলেমরা শ্রদ্ধাভাজন। তাদের বলবো, ভাস্কর্য নিয়ে আপনাদের বিতর্কে জড়িয়ে পড়া ঠিক না। 

আজ শনিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় জাফরুল্লাহ এসব কথা বলেন।  

জাফরুল্লাহ চৌধুরী আলেমদের উদ্দেশ্য করে বলেন, ভাস্কর্য বিতর্কে যাওয়া ইসলামের জন্য ক্ষতিকর। ভাস্কর্য বিতর্কে না জড়িয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আসুন। 

তিনি বলেন, আলেমদের যে বিতর্কে জড়ানো হয়েছে সেটার জন্য আওয়ামী লীগ দায়ী। এয়ারপোর্টের সামনে লালনের ভাস্কর্য ছিল, সেটা নিয়ে হুমকি শুনে সরকার চুপচাপ বসে ছিল। তাই সাহস পেয়ে আজকে তারা শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলেছে।

এসএস

RTV Drama
RTVPLUS