• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শুরু হলো করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্ট

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ১২:৩৭
১০ জেলায় শুরু হয়েছে করোনা শনাক্তে বিনামূল্যে অ্যান্টিজেন টেস্ট
ফাইল ছবি

করোনাভাইরাস শনাক্তকরণে দেশের ১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে ১০ জেলায় এ কার্যক্রম উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের রোগী দ্রুত সময়ে শনাক্তের জন্যই এই অ্যাটিজেন টেস্টের ব্যবস্থা করা হলো। এর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও এক ধাপ এগিয়ে নেয়া সম্ভব হবে।

তিনি বলেন, অ্যান্টিজেন পরীক্ষা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী করা হবে। অ্যান্টিজেন পরীক্ষায় কোনও ব্যক্তির যদি নেগেটিভ ফলাফল আসে, তাহলে তাকে আবার আরটি-পিসিআর পরীক্ষা করা হবে।