• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গৃহবধূর ধর্ষণ মামলায় কারাগারে কাজী

আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২০, ২২:৩২
Kazi in jail in housewife rape case
গৃহবধূর ধর্ষণ মামলায় কারাগারে কাজী ইউসুফ আলী

ঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে এক গৃহবধূর দায়ের করা মামলায় ইউসুফ আলী (৪৫) নামে এক বিবাহ রেজিস্ট্রারকে (কাজী) কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৪ ডিসেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খানম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তার আগে মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার এসআই একেএম সাইদুজ্জামান আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য ৬ ডিসেম্বর দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, প্রায় এক মাস আগে বিয়ের কাবিনের অর্থের পরিমাণ এক লাখ থেকে তিন লাখ টাকা বাড়ানোর কথা বলে ভুক্তভোগী নারীকে নিজের অফিসে ডেকে নেন কাজী ইউসুফ আলী। ওই গৃহবধূ তার অফিসে গেলে প্রয়োজনীয় কাগজপত্র নেই জানিয়ে তাকে পৌর এলাকার ৮নং দক্ষিণপাড়ার নিজ ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী কাজী ইউসুফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মামলা দায়ের করেন। মামলার পর ওইদিন বিকেলে উপজেলার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা
গৃহবধূ হত্যা মামলার ৩ পরিকল্পনাকারী ঢাকায় গ্রেপ্তার
X
Fresh