• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জঙ্গি সংগঠনের ৩ জেলার প্রধান গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:০১
Militant leaders arrested in 3 districts
গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ হাসান ওরফে বড় মানিক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর উত্তরবঙ্গের ৩ জেলা- দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আঞ্চলিক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের নাম সুলতান মাহমুদ হাসান ওরফে বড় মানিক। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে এন্টি টেররিজম ইউনিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এটিইউ জানিয়েছে, দিনাজপুর জেলার চিড়িরবন্দর থানার বিন্নাকুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুলতান মাহমুদ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর পদাধিকারী আঞ্চলিক প্রধান হিসেবে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও একটি সিডি উদ্ধার করা হয়।

এন্টি টেররিজম ইউনিট আরো জানিয়েছে, সুলতান মাহমুদ হাসান সংগঠনটিকে সমর্থন করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা, এতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

বড় মানিক দিনাজপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া ১টি মামলার পলাতক আসামি ছিলো। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই’
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
বুয়েটে জঙ্গিরা সক্রিয় কি না খুঁজে বের করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
‘বুয়েটকে জঙ্গি কারখানায় পরিণত করার প্রমাণ পেলেই অ্যাকশন’
X
Fresh