• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নকল প্রসাধনী তৈরি: ৩ জনের জেল

আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২০, ১৭:৪১
নকল প্রসাধনী তৈরি: ৩ জনের জেল
ফাইল ছবি

পুরান ঢাকার চকবাজারে অভিযান চালিয়ে নকল প্রসাধনী তৈরির দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে চকবাজারের ছোট কাটারা এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়।

কারাদণ্ড প্রাপ্ত ইমন (২২), জাকির (২০) ও আজাহারকে (২৩) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক জানান, ছোট কাটারা এলাকার ওই বাসায় সুগন্ধিযুক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল ডাবর আমলা হেয়ার অয়েল, প্যারাস্যুট ও কিউট নারিকেল তেল বানিয়ে বাজারজাত করা হতো। প্রসাধনী তৈরির কারখানাটিও সিলগালা করা হয়।

দণ্ডপ্রাপ্ত তিনজনকে জেল হাজতে পাঠানোর জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক চুমুতে আড়াই বছরের জেল!
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
X
Fresh