• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মানব পাচারে বিদেশি দুই এয়ারলাইন্স জড়িত: সিআইডি

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ১৪:৫৫
Involvement of two foreign airlines with human trafficking
ফাইল ছবি

মানব পাচারের সঙ্গে বিদেশি দুই এয়ারলাইন্সের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাজধানীর মালিবাগে সংস্থার প্রধান কার্যালয়ে এবিষয়ে বিস্তারিত জানান সিআইডি’র প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

সিআইডি জানায়, গতকাল সোমবার (৩০ নভেম্বর) সিআইডি’র অনুরোধে মানব পাচারকারীর চক্রের পলাতক ৬ সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। তারা হলেন- মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল। তাদের মধ্যে নজরুলের গ্রামের বাড়ি মাদারীপুরে, শাহাদাতের ঠিকানা ঢাকায়। বাকি ৪ জনই কিশোরগঞ্জের বলে ইন্টারপোলের নোটিশে উল্লেখ করা হয়েছে।

ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছেন রেড নোটিশে অন্তর্ভূক্ত ৬ মানবপাচারকারী, যা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবং ইতোপূর্বে চক্রের বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তারের পরও এ বিষয়টি প্রকাশিত হয়েছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফিরছেন আরও ১৪৪ লিবিয়া প্রবাসী
X
Fresh