আরটিভি নিউজ
২৭ নভেম্বর ২০২০, ২১:২৩
যুক্তরাষ্ট্রে না গিয়ে তরুণকে ইজিবাইক কিনে দিলেন ব্যারিস্টার সুমন

যুক্তরাষ্ট্রে না গিয়ে তরুণকে ইজিবাইক কিনে দিলেন ব্যারিস্টার সুমন
তিনি আরও বলেন, ছেলেটি আমার ফুটবল একাডেমিতে নিয়মিত খেলে। তার সংসারে মা ও এক বোন রয়েছে। টমটম (ব্যাটারি চালিত ইজিবাইক) চালিয়ে সংসার চালায়। কিন্তু নিজের টমটম না থাকায় এর মালিককে প্রতিদিন ৩০০ টাকা ভাড়া দিতে হতো। যা পরিশোধ করে তার চাহিদামত টাকা অবশিষ্ট থাকতো না। আবার তাকে ছুটিও দেওয়া হতো না। যে কারণে সে নিয়মিত খেলাধুলায় অংশ নিতে পারছিল না। ওই যুবক লেগ ডিফেন্স খেলোয়াড়। ডান ও বাম, দুপায়েই ভালো খেলে। কিন্তু অভাবের কারণে ভবিষ্যত খারাপ হয়ে যাচ্ছিল। সমাজে অনেকেই আছেন যারা ১৫ দিনের সুখ জলাঞ্জলি দিলে একটি মানুষের জীবন বদলে যেতে পারে। তার পরিবারের কষ্ট দূর করতে আমি আমার ১৫ দিনের সুখ ত্যাগ করেছি। যার মাধ্যমে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষের কর্তব্য পালন করেছি। বক্তব্যবাজী না করে এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
পি