• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কারওয়ান বাজারে ডিএনসিসির অভিযান: মাস্ক না পরায় জরিমানা

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২০, ১৮:১৪
DNCC's operation in Karwan Bazaar: Fines for not wearing a mask
কারওয়ান বাজারে ডিএনসিসির অভিযান

রাজধানীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুসারে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে। এসময় মাস্ক না পড়ার দায়ে অনেককেই জরিমানা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কারওরানবাজারে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরা ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের বেশ কয়েকজনকে ১০০ থেকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও যাদের মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সম্পর্কে সচেতন করা হয়। এসময় কারওয়ান বাজার এলাকায় মোট ১২টি মামলায় ১৯০০ টাকা জরিমানা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, যে কোনো সেবা পেতে মাস্ক পরা বাধ্যতামূলক। করোনা নিয়ন্ত্রণে শিগগিরই আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জরিমানার পরিমাণ কয়েকগুণ বাড়ানো হবে।
এদিন/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
রাজধানীতে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার
X
Fresh