• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নয় মাসে ৯৭৫ নারী ধর্ষণের শিকার

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২০, ১৭:৩৮
women, rape, nine month
প্রতীকী ছবি

চলতি বছরে নয় মাসে ৯৭৫ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। গড়ে প্রতি মাসে প্রায় ১০৮ জন নারী ধর্ষণের শিকার। নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠন দুটি|

নারী ও শিশু নির্যাতন নিয়ে কাজ করা সংগঠন দুটি দেশের জাতীয় ১১টি জাতীয় দৈনিক পত্রিকার খবর বিশ্লেষণ করে এসব তথ্য সংগ্রহ করে। এসময় নারী ও শিশু নির্যাতন দমনের জন্য নয় দফা দাবি জানিয়েছে। দাবি আদায়ে তারা আগামীকাল ৪০ জেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করবে এবং মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক। তাদের নয় দফা দাবির মধ্যে রয়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করা, বিচার চলাকালে নির্যাতনের শিকার নারী ও শিশু এবং তাদের পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণ, ধর্ষণ, যৌন সহিংসতা, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ ইত্যাদি।

সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম প্রমুখ।

এফএ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নারীদের এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী’
৭১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিপি
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
৪ মাস পর টনক নড়ল ডিএনসিসির
X
Fresh