• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যেন একাধিক কাজ না পায়: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২০, ১৬:১৫
contractor, get, PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একটি ঠিকাদারি প্রতিষ্ঠান একাধিক কাজ যেন না পায়, সেদিকে নজর রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নির্দেশনা দেন। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর এসব বক্তব্য তুলে ধরেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সদস্য মো. আসাদুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের কাজের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাজের তদারকি করতে হবে। একটি কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কাজ পেলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করতে বিলম্ব হয়।

প্রধানমন্ত্রী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি সম্পর্কে সব মন্ত্রণালয়কে একটি তালিকা তৈরি করবে এবং তা প্রকাশ করতে হবে। চলমান কাজ শেষ করলে পরের কাজ পাবে। এতে একদিকে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং মুষ্টিমেয় প্রতিষ্ঠানের মধ্যে সীমিত থাকবো না। অন্যদিকে সময়মতো আমাদের নির্মাণ কাজ শেষ হবে।

এফএ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
শিক্ষা-সেবা-গবেষণায় প্রাধান্য দেবে বিএসএমএমইউ : নতুন উপাচার্য
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
বিএনপির মন্ত্রীদের বউরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করত : প্রধানমন্ত্রী
X
Fresh