• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ক্যাসিনোকাণ্ড: বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে চার্জশিট

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১৯:০৯
Casinocand: Chargesheet against expelled Juba League leader Khaled
যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া।। ফাইল ছবি

ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ত যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে ৮ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার টাকা বিদেশে পাচার ও ৪২ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় এ চার্জশিটের অনুমোদন প্রদান করে। দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।

২০১৮ সালে ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন খালেদ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ক্লাবে ক্যাসিনো ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে। অভিযানের দিন রাজধানীর ফকিরাপুল খালেদের ইয়ংমেনস ক্লাবসহ ৪টি ক্লাব সিলগালা করে দেয়া হয়। গত বছরের ২১ অক্টোবর খালেদ মাহমুদের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়। খালেদ বর্তমানে কারাগারে বন্দি রয়েছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ 
কোটি টাকার ফি হিসাবরক্ষকের পকেটে, শাস্তির মুখে মিটফোর্ডের ৫ কর্মকর্তা
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের চার্জশিট জমা
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন 
X
Fresh