• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিদেশে সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির খোঁজে দুদক

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১৭:২১
looking, houses, government, abroad
দুদক সচিব দিলওয়ার বখত

কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেগমপাড়ায় আরও কোনো সরকারি কর্মকর্তার বাড়ি রয়েছে কিনা সেটির তালিকা সরকারের কাছ থেকে চেয়েছে দুদক।

আজ সোমবার (২৩ নভেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদক সচিব দিলওয়ার বখত।

তিনি বলেন, বিদেশে সরকারি কর্মকর্তাদের বাড়ির খোঁজে দুদকের চেয়ারম্যান সরকারের বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছেন। আমরা সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা খুঁজছি, তালিকা হাতে পেলেই কাজ শুরু করে দিবো।

দিলওয়ার বখত বলেন, যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে আট কোটি ৭৫ লাখ টাকা বিদেশে পাচার ও ৪২ কোটি ৭৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়েছে। তদন্তকালে তার নামে ৪২ কোটি ৭৫ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ছয় কোটি ৫৪ লাখ টাকা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রান্সকমের ৩ কর্মকর্তা কারাগারে
নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা বিএসএমএমইউ শিক্ষক-কর্মকর্তাদের
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
ডিএমপির এডিসি ও এসি পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি
X
Fresh