• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে, এমসিকিউ ৪০ লিখিত ৪০

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১৪:১১
In the admission test divisional city of DU, MCQ 40 written 40
এবারের ঢাবির ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ ও ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি ভর্তি কমিটি। পাশাপাশি, এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সোমবার (২৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এমসিকিউ, লিখিত এবং এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা। এছাড়া, সভায় সিট কমানোর বিষয়ে আলোচনা হলেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির ভর্তি পরীক্ষার ফল যেভাবে জানবেন
X
Fresh