• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নিরস্ত্র ট্রাকযাত্রীদের ওপর হামলা চালায় পাক সেনারা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ মার্চ ২০১৭, ১০:৩২

একাত্তরের অগ্নিঝরা মার্চের এই দিনটিও ছিলো আন্দোলনমুখর। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানী জুড়ে কেবল মিছিল আর মিছিল। একাত্তরের এই দিনেই তেজগাঁও-মহাখালীতে নিরস্ত্র ট্রাকযাত্রীদের ওপর হামলা চালায় পাক সেনারা।

এদিন, ঢাকায় থাকা বিদেশি কূটনীতিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন বঙ্গবন্ধু। দুপুরে ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক শেষে বিদেশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

পশ্চিমা শাসকগোষ্ঠীর নির্যাতন ও গণহত্যার আশংকা জানিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থায় বার্তা পাঠায়। আর বাঙালি হত্যা বন্ধসহ, পশ্চিম পাকিস্তানের অস্ত্রবোঝাই বিমান চলাচল বন্ধ করতে আমেরিকা, রাশিয়া ও চীন সরকারকে বার্তা পাঠায় ছাত্র সংগ্রাম পরিষদ।

এদিন, ঢাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকরা সংগ্রাম কমিটির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh