• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হলমার্কের ৩ হাজার ৮৩৪ শতক জমির মালিক এখন সোনালী ব্যাংক

আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২০, ১৫:০৭
Sonali Bank now owns 3,634 acres of land in Hallmark
হলমার্কের ৩ হাজার ৮৩৪ শতক জমির মালিক এখন সোনালী ব্যাংক

হলমার্ক ফ্যাশনের ৩ হাজার ৮৩৪ শতক জমি ভোগ-দখলের মালিক এখন রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক। হলমার্ক ফ্যাশনের এমডি তানভীর আহম্মেদ ও চেয়ারম্যান জেসমিন আক্তার সোনালী ব্যাংকের কাছ থেকে এই জমি বন্ধক দেয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। এরপর তারা সম্পত্তি বন্ধক দেননি।

ঢাকার অর্থঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রোববার (২২ নভেম্বর) সকালে সোনালী ব্যাংককে হলমার্ক ফ্যাশনের তিন হাজার ৮৩৪ শতক জমির ভোগ ও দখল বিষয়ে সদনপত্র প্রদান করেন।

এই ঋণের পরিমাণ সুদসহ দাঁড়ায় ৫৮৭ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫১২ টাকা। এই ঋণের টাকার জন্য সোনালী ব্যাংক ২০১৮ সালে একটি মামলা দায়ের করে।

সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হলমার্কের এমডি ও চেয়ারম্যান সোনালী ব্যাংকে সম্পত্তি বন্ধক দেয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। তারা ঋণের টাকা পরিশোধ না করায় আমরা ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতে মামলা করি। এরপর ২০১৯ সালের ১৩ নভেম্বর হলমার্কের তিন হাজার ৮৩৪ শতক জমি ক্রোক করার আবেদন করি। আজ আদালত হলমার্কের জমির ভোগ ও দখলের মালিকানার সনদ সোনালী ব্যাংককে প্রদান করেন।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জনগণের আমানতকে যারা খেলা মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত’
তানভীর-জেসমিনের যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হল-মার্কের তানভীরসহ ১৮ জনের মামলায় আরও সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্ত
X
Fresh