• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হোটেল লেকশোরে অভিযান: ভ্যাট ফাঁকি, অবৈধ মদ জব্দ

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২০, ১৭:২০
Expedition at Hotel Lakeshore: VAT evasion, illegal liquor seized
হোটেল লেকশোরে ভ্যাট গোয়েন্দার অভিযান

চলতি বছরে ভ্যাট প্রদানে বিরত থাকায় এনবিআরের ভ্যাট গোয়েন্দার একটি বিশেষ দল রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ করেছে। এসময় বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে।

ভ্যাট গোয়েন্দার উপপরিচালক নাজমুন্নাহার কায়সার অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে র্যা ব এর একটি টহল দল সহযোগিতা করে।

অভিযানে লেকশোর হোটেল বারে ৩৪৯টি বিদেশি মদের বোতল পাওয়া গেছে, যার কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। এগুলো জব্দ করা হয়েছে।

অন্যদিকে, হোটেল প্রাঙ্গণ থেকে আবাসিক সেবা বিক্রয়ে প্রকৃত হিসাব উদ্ধার করা হয়েছে। এতে প্রাথমিকভাবে হোটেল কর্তৃক দাখিলকৃত (২০১৯ সালে) মাসিক ভ্যাট রিটার্নের সাথে ব্যাপক গরমিল পাওয়া গেছে। হোটেল কর্তৃপক্ষ প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে। উদ্ধার করা তথ্য বলছে, ক্রেতার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করেছে লেকশোর। কিন্তু হোটেল কর্তৃপক্ষ তা সরকারের কোষাগারে জমা দেয়নি।

অন্যদিকে লেকশোর কর্তৃপক্ষ গত জানুয়ারি ২০২০ থেকে এ পর্যন্ত ভ্যাট রিটার্ন দেয়া থেকে বিরত রয়েছে। তারা গত ১০ মাসে কোনো ভ্যাট পরিশোধ করেনি। আইন অনুসারে প্রতি মাসের রিটার্ন পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। হোটেল প্রাঙ্গণ থেকে উদ্ধারকৃত তথ্যাদি আড়াআড়ি যাচাই করে ভ্যাট ফাঁকির হিসাব বের করা হবে। এবিষয়ে আরও তদন্ত করা হবে এবং ভ্যাট আইন ও অন্যান্য আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
রাবিতে দুদকের অভিযান
X
Fresh