• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকায় বিস্ফোরণে উড়ে গেল ম্যানহোলের ঢাকনা

আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২০, ১০:১৭
The manhole cover was blown up in Dhaka
ম্যানহোল বিস্ফোরণের ছবি

ঢাকার ইন্দিরা রোডে তিতাস গ্যাসের পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে বিস্ফোরণে ম্যানহোলের ঢাকনা উড়ে গেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী ফারুক আল মাসুদ।

তিনি জানান, ইন্দিরা রোডের ৭০/১, ৭৫/এফ, ৭৫/বি ও ৭০/এ নম্বর বাড়ির সামনে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের পানি নিষ্কাশন লাইনের ৩ টি পিট ও ৩ টি ক্যাচপিট এবং ঢাকা ওয়াসার স্যুয়ারেজ লাইনের ৩ টি ম্যানহোলের ঢাকনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াসা ও সিটি করপোরেশনের লাইন ২ টি পাশাপাশি ছিল।

বিস্ফোরণের পরপরই তিতাসের কর্মীরা গিয়ে গ্যাসলাইনের ‘লিকেজ’ মেরামত করে এসেছেন বলে জানিয়েছেন তিতাস গ্যাসের অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা আলতাফ হোসেন।
এই এলাকার গ্যাসের লাইনে ‘লিকেজ’ থাকার বিষয়ে আগেই তিতাসকে মৌখিকভাবে জানানো হয়েছিল বলে সিটি করপোরেশনের প্রকৌশলী ফারুক আল মাসুদ জানান।

তিনি বলেন, বিভিন্ন কাজ করতে গিয়ে এ ধরনের গ্যাসের লিকেজ আমরা আগেও পেয়েছি। আমরা মৌখিকভাবে তিতাসকে জানিয়েছি। কিন্তু উনারা বলেছেন, লাইনে কোনো ত্রুটি নেই।
এখন ওই সড়ক দিয়ে ছোট যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে না জানিয়ে সিটি করপোরেশনের এই কর্মকর্তা বলেন, কালকে ক্ষতিগ্রস্ত স্ল্যাব ও ম্যানহোলের ঢাকনা রিপ্লেস করে দিব।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্ট মার্টিন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
X
Fresh