• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা রোধে আয়ুর্বেদ চিকিৎসার পরামর্শ দোরাইস্বামীর

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২০, ১৬:১৭
medical advice, corona
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তে দিন দিন মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বাড়ছে। করোনা রোধে আয়ুর্বেদ চিকিৎসা কাজে লাগানো যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) আয়ুর্বেদ দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে এ কথা বলেন দোরাইস্বামী।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং আর্ট অব লিভিং ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে আয়োজন অনুষ্ঠানে দোরাইস্বামী বলেন, করোনা মোকাবিলায় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সুযোগ কাজে লাগানো যেতে পারে।

তিনি বলেন, আয়ুর্বেদ চিকিৎসা ঐতিহ্যগত। এই চিকিৎসা ব্যবস্থা দিয়ে অতীতের অনেক রোগ প্রতিরোধ মোকাবিলা করা হয়েছে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সুযোগ কাজে লাগানো যেতে পারে।

তিনি বলেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও ইমিউনিটি বাড়ানোর কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে আয়ুর্বেদের ব্যাপক ভূমিকা রয়েছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, আয়ুর্বেদ শাস্ত্রের উদ্ভব কোনো একটি নির্দিষ্ট দেশে হলেও এর সুবিধা বিশ্বের সব দেশ নিতে পারে।

ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন ভারতের আয়ুস অ্যাডভাইজরি গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অরবিন্দ ভারাসই, বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তফা নওশাদ জাকি ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী।

এফএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
X
Fresh