• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিম লাইফ সাপোর্টে

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২০, ১৩:০৬
Corona affected actor Azizul Hakim in life support
আজিজুল হাকিম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশের বরেণ্য অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আজ শুক্রবার সকালে ফেসবুকে আজিজুল হাকিমের লাইফ সাপোর্টের খবরটি জানান অভিনেত্রী বন্যা মির্জা। ফেসবুকে তিনি লেখেন, ‘আমাদের প্রিয় আজিজুল হাকিম ভাই করোনা আক্রান্ত এবং তার সন্তান হৃদ ও জিনাত ভাবীও। হাকিম ভাই লাইফ সাপোর্টে! সবাই দোয়া করবেন।’

এর আগে স্ত্রী জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হৃদসহ করোনায় আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। আজিজুল হাকিমের বয়স হয়েছে ৬১ বছর।

জানা গেছে, আজিজুল হাকিমের শরীরে জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের করোনা শনাক্ত হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

উল্লেখ্য, টেলিভিশন, সিনেমা ও মঞ্চের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন আজিজুল হাকিম। মেয়ে নাজাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়েই তাদের সংসার।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টনসিলের অপারেশন করার পর লাইফ সাপোর্টে শিশু
এসএসসি পরীক্ষার্থীদের জন্য তেজগাঁও থানার ‘সাপোর্ট’
X
Fresh