• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাসে ওঠা নিয়ে প্রতিমন্ত্রী যা বললেন

আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২০, ১৮:৩৯
What the state minister said about the primary students getting up in class
প্রাথমিক ও গণশিক্ষাপ্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষাপ্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতেই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরের ক্লাসে উঠবে। অটোপাস বলতে চাচ্ছি না মূল্যায়ন করেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তিনি একথা বলেন।

গণশিক্ষাপ্রতিমন্ত্রী বলেন, ‘এখন ১৯ ডিসেম্বর পর্যন্ত যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, এরপর ১১ দিনের মতো আমাদের হাতে সময় আছে। তারপরেও যদি খোলার মতো অবস্থা না হয়, তাহলে আমরা বলে দিয়েছি স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের ভিত্তিতে করবে। অটোপাস বলতে চাচ্ছি না মূল্যায়ন করেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।’

মহামারি করোনাভাইরাসের কারণে চলমান শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়ানো হয়েছে। আগামী ১৪ নভেম্বর এ ছুটি শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়িয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‌‘ইন্ডিয়া আউট যারা বলছে, তারাই জনগণ থেকে আউট হয়ে গেছে’
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
৩ দিনের মধ্যে ভারতের পেঁয়াজ আসবে : বাণিজ্য প্রতিমন্ত্রী
ইমামদের টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী
X
Fresh