• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেলের আরোহী নিহত

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২০, ২০:৩৬
Two motorcyclists were killed when they were cut at the Moghbazar rail crossing
মগবাজার রেলক্রসিং

রাজধানীর মগবাজারে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপরজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

আজ সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে মগবাজার থেকে মহাখালী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. রশিদ জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মগবাজার-মহাখালী সড়কের মগবাজার রেলক্রসিংয়ের উভয় পার্শ্বে বাঁশ দিয়ে সিগন্যাল বন্ধ ছিল। এ সময় ১ মিনিটের ব্যবধানে ২টি ট্রেন ক্রসিং অতিক্রম করে।

রশিদ আরও জানান, উভয় পার্শ্ব বাঁশ দিয়ে বন্ধ করে রাখা হলেও বাঁশগুলো ছোট হওয়ায় রাস্তা দিয়ে যাওয়া সম্ভব। এর মধ্যে প্রথম ট্রেনটি অতিক্রম করার পর মোটরসাইকেল আরোহী রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পরের ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ২ জনে রাস্তায় ছিটকে পড়ে একজন ঘটনাস্থলেই মারা যায়। আরেকজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার এসআই হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয় এবং অপরজনকে ঢামেকে নেয়ার পর মারা যায়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কেএফ/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh