• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনাভাইরাসে মৃত ও আক্রান্ত বেড়েছে

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২০, ১৫:৪২
25 deaths in the last 24 hours in Corona, identified 1836,
করোনাভাইরাস পরীক্ষা

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও ২৫ জন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৬৬ জনে। অপরদিকে একইসময়ে ১ হাজার ৭৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
সোমবার বিকেলে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক বিজ্ঞপ্তি পাঠিয়ে সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত একদিনে নতুন ১ হাজার ৭৩৬ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯৬১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩টি ল্যাবে ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৬১ হাজার ৭০২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে ইন্টারনেট ও ডিসের তার অপসারণের নির্দেশ
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
আগামী ২৪ ঘণ্টায় যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া যেমন থাকবে
X
Fresh