• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই

অনলাইন ডেস্ক
  ১৪ মার্চ ২০১৭, ১৩:১৫

বাংলাদেশে আইএস বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কোনো অস্তিত্ব নেই। বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম।

বুধবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে ১৪ দেশের পুলিশ প্রধানদের সম্মেলনের শেষ দিনে তিনি এসব কথা বলেন।

শাহারিয়ার বলেন, বাংলাদেশে আইএস বা আল কায়েদার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কোনো কার্যক্রম নেই। যারা আছে তারা এদেশিয়।

তিনি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। এরইমধ্যে জঙ্গিদের নেটওয়ার্ক অনেকটা ধ্বংস হয়ে গেছে। তবে দেশিয় জঙ্গিদের কারণে ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না।

১২ মার্চ থেকে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে শুরু হয় আন্তর্জাতিক পুলিশ সম্মেলন। উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের পুলিশ প্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনের প্রথম দিনে কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম এবং সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের অধ্যাপক রোহান গুনারত্নে দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন।

১৪ দেশের পুলিশ প্রধান ছাড়াও সম্মেলনে আফগানিস্তানের নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপমন্ত্রী আবদুল রহমান, মিয়ানমার পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল মায়ো সু উইন, দক্ষিণ কোরিয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট জু মিন লি, ইন্টারপোলের মহাসচিব জারগেন স্টক, আসিয়ানপোলের নির্বাহী পরিচালক ইয়োহানেস আগুস মুলিয়োনো, আইজিসিআইর প্রটোকল অ্যান্ড কনফারেন্স বিভাগের প্রধান সিন লি চুয়া, আইসিআইটিএপির পরিচালক গ্রে বারসহ ৫৮ জন বিদেশি অংশ নেন।

এছাড়া ইন্টারপোল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই), ফেসবুকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে যোগ দেন। আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে এ সম্মেলন আয়োজন করে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh