• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাবি ছাত্রীর আপত্তির ছবি প্রকাশ, ছাত্র রিমাণ্ডে

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২০, ২১:৪২
Dhaka university, student, Lawsuit
শাহবাগ থানা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর আপত্তিকর ছবি প্রকাশ করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিশ্ববিদ্যালয়েরই ছাত্র মোহাম্মদ মোফাজ্জল সাদাতকে গ্রেফতার করা হয়। তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশীদ। তিনি বলেন, এক ছাত্রী বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাদাতের সঙ্গে এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর কৌশলে ওই ছাত্রীর বেশকিছু আপত্তিকর ছবি সাদাত সংগ্রহ করে রাখে।

সম্প্রতি তাদের সম্পর্কের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে ওই ছাত্রীর আপত্তিকর ছবিগুলো ফেসবুকে আপলোড করে সাদাত। পরে বিষয়টি ওই ছাত্রীর বান্ধবীরা জানতে পারে এবং পুলিশের দ্বারস্থ হয়। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে।

কেএফ/এফএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
ফের মামুনুল হকের তিন মামলায় জামিন 
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
X
Fresh