• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খুললো জাতীয় চিড়িয়াখানা, দেয়া হচ্ছে অতিরিক্ত সুযোগ-সুবিধা (ভিডিও)

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২০, ১৪:৪৫
Tiger (file photo)
বাঘ (ফাইল ছবি)

করোনাভাইরাসের কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর অবশেষে খুলেছে জাতীয় চিড়িয়াখানা। আজ থেকে দর্শনার্থীরা পশুপাখিদের সঙ্গে সময় কাটাতে পারছেন। স্বাস্থ্যবিধি মেনে আগতরা উপভোগ চিড়িয়াখানার দৃশ্য।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে লম্বা লাইনে দর্শনার্থীদের প্রবেশ করতে দেখা যায়। এসময় তাদের তাপমাত্রা পরিমাপ, হ্যান্ড স্যানিটাইজ’সহ বিভিন্ন স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়।

নতুন নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই হাজার জন দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতি মাসের প্রথম রোববার বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশ করা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

উল্লেখ্য, প্রায় আট মাসে চিড়িয়াখানায় ১১৫টি জীবজন্তু বেড়েছে। এই সময়ে চিড়িয়াখানার সংস্কারও করা হয়েছে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি সীমান্তের জিরো পয়েন্টে দর্শনার্থীদের ভিড়
ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়
ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমে উঠছে বাণিজ্য মেলা
X
Fresh