• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

হাসপাতালে ৩৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১৬:৪১
36 dengue patients are undergoing treatment at the hospital
হাসপাতালে ৩৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

এডিস মশার প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। এডিশ মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর ইউএনবির।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য মতে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৩৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হওয়া ১১ জনই ঢাকার। ঢাকার বাইরের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

এদিকে চিকিৎসাধীন ৩৭ রোগীর মধ্যে ৩৬ জনই ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৮৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত চারটি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের অভ্যন্তরে গাঁজার বাগান!
গোপালগঞ্জে সমাহিত করা হবে কণ্ঠশিল্পী খালিদকে
হাসপাতালে ভর্তি জাকের, সবশেষ অবস্থা জানালো চিকিৎসকরা
এক মাস ধরে হাসপাতালে অভিনেতা, পাশে নেই পরিবার
X
Fresh