• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দুই জঙ্গি গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২০, ১৮:২৮
Two militants arrested
গ্রেপ্তারকৃত দুই জঙ্গি

নোয়াখালীর সুধারাম এলাকায় অভিযান চালিয়ে দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত দুইজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য। আজ শুক্রবার (৩০ অক্টোবর) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান অ্যান্টি টেরোরিজমের ইন্সপেক্টর হারুন অর রশিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাইফুল ইসলাম (১৮) ও মনিরুল আহসান ওরফে মনির (২৮)।

এটিইউ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এবিটির ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম নোয়াখালী জেলার এবিটির সমন্বয়ক হিসেবে গত ২ বছর যাবত দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রেপ্তারকৃত মনিরুল দীর্ঘ ৬ বছর যাবত জিহাদী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সাইফুলের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই’
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
বুয়েটে জঙ্গিরা সক্রিয় কি না খুঁজে বের করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
‘বুয়েটকে জঙ্গি কারখানায় পরিণত করার প্রমাণ পেলেই অ্যাকশন’
X
Fresh