• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জড়িতদের ছাড় নয়, তদন্ত কমিটি গঠন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৭, ১৩:৩১

রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভার গার্ডার ছিটকে পড়ার ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন।

সোমবার রাজধানীর মালিবাগে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলন, এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।

গেলো রোববার মালিবাগের রেলগেট এলাকায় ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে তুলতে গিয়ে ছিটকে পড়ে স্বপন (৪০) নামে একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দু’জন। মধ্যরাতে নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আহতদের মধ্যে একজন তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ। অন্য পথচারীর নাম নুরুন্নবী (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ফ্লাইওভারের ওপর ক্রেন দিয়ে নিচ থেকে একটি গার্ডার ওঠানো হচ্ছিল। হঠাৎ সেটা ছিটকে নিচে পরলে এ দুর্ঘটনা ঘটে। তখন তিনজনেরই পায়ের হাঁটুর নিচে কাটা পড়ে। প্রকৌশলী পলাশ বাঁ-পা, নুরুন্নবী ডান পা ও অজ্ঞাত পথচারী বাঁ-পা হারিয়েছেন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয় ঢামেক হাসপাতালে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh