logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১৩:০৩
আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৩:৪৬

আজ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

rain
বৃষ্টিপাত
বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের পর দেশের বিভিন্ন অঞ্চলে মিলেছে রোদের দেখা। যদিও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি কেটে গেছে, তবু আজ দেশের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে।

রোববার (২৫ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়েছে,  চট্টগ্রাম ও সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, গাজীপুর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও দুর্বল ও গুরুত্বহীন হয়ে নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। 

এছাড়া ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে।

জিএ/এম 

RTVPLUS