• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কারওয়ানবাজারের বিডিবিএল ভবনের আগুন নিয়ন্ত্রণে (ভিডিও)

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ০৯:৪৭

রাজধানীর কারওয়ানবাজারের বিডিবিএল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। আজ রোববার (২৫ অক্টোবর) সকালে পৌনে ৭টার দিকে সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছিলো। পরে সকাল ৮ টার দিকে আগুণ নিয়ন্ত্রণের খবর জানায় ফায়ার সার্ভিস। ভবনের ১৮ তলায় ওই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ডিউটি অফিসার রাসেল সিকদার আরটিভি নিউজকে বলেন, সকাল পৌনে ৭টায় ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ওই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী একজন জানান, বিডিবিএল বিল্ডিংয়ের পেছন থেকে আগুনের সূত্রপাত। ভবনে থাকা একটি অফিসের কর্মী জানান, অগ্নিকাণ্ডে ভবনের একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ভবনের পেছন দিকে বেশ কিছু ডিশের ক্যাবল (তার) রয়েছে। সেখান থেকেই আগুন লেগে থাকতে পারে। ওই ক্যাবল থেকে আগুন ওপরের দিকে উঠে যায়।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh