• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের মানুষ লকডাউন বেশি মেনেছে: স্থানীয় সরকারমন্ত্রী

আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২০, ২০:০২
Local government, corona virus
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ লকডাউনসহ সরকারের সিদ্ধান্তগুলো বেশি মেনেছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শনিবার দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে এক ভার্চুয়াল সেমিনারে মন্ত্রী একথা বলেন।

তাজুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশের অবস্থা ততটা খারাপ নয়। করোনা সংক্রমণের প্রথম দিকে সরকার যখন লকডাউন দিলো, স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললো তখন জনগণ তা মেনে চলেছেন। সরকারের প্রতিটি সিদ্ধান্ত জনগণ মেনে চলার চেষ্টা করছেন। ফলে অন্য দেশের তুলনায় করোনার প্রকোপ বাংলাদেশে কম হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক সিদ্ধান্তের কথা বলা হয়েছে।সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বাইরে কোনো সংস্থা করোনা সংক্রমণ নিয়ে কথা বলে তাহলে স্বাভাবিকভাবেই সরকার আইইডসিআরের কথা শুনবে।

তিনি বলেন, দেশে প্রথম যখন করোনা রোগী সনাক্ত হলেন তখন বৈজ্ঞানিক সিদ্ধান্ত আসলো রেড জোন, ইয়ালো জোনের বিষয়ে। আমি ইনডিভিজুয়াল আইসোলেশনের কথা বলেছিলাম। আমাদের প্রচেষ্টায় আন্তরিকতার অভাব ছিল না। সব জায়গায় সফল হয়নি। কিন্তু অনেক সফলতা যে নেই এটা বলা যাবে না।

হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বিএসএমএমইউর সাবেক উপাচার্য ডা. নজরুল ইসলাম, হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডা. লেনিন চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জেহাদুল করিম, সাবেক সচিব আব্দুল লতিফ মণ্ডল।

এফএ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
তিন লাখ টাকা জরিমানার বিধান রেখে সংসদে গ্রাম আদালত বিল
X
Fresh