• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভুয়া ভিসা তৈরির মূলহোতা সিদ্দিক বিশ্বাস গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২০, ১৬:৫০
Siddiqur Rahman alias Siddique Biswas is the mastermind behind the fake visa scam
ভুয়া ভিসা তৈরি চক্রের মূলহোতা সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাস

রাজধানীর মিরপুর শাহ আলী থানা এলাকা থেকে ভুয়া ভিসা তৈরি চক্রের মূলহোতা সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাসকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তথ্য জানায় র‌্যাব। গতকাল বুধবার (২১ অক্টোবর) দিনগত রাত ২টায় শাহ আলী থানার উত্তর বিশিলের কুসুমবাগ আবাসিক এলাকা থেকে সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টায় র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালায়। সেই অভিযানেই সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে মিরপুরের বিশিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অক্টোপাস ২০১০ (বিডি) লিমিটেড নামে অফিস খুলে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে চাকুরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে ভুয়া ভিসা করিয়ে দিয়ে প্রতারণা করে আসছিলো। আসামি সিদ্দিক এসব অভিযোগের সত্যতা স্বীকারও করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh