• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

চালকদের ‘ডোপ’ টেস্টের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও)

আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২০, ১৫:৩১

দুর্ঘটনা এড়াতে নতুন নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে চালকরা মাদক সেবন করে কি-না তা জানতে ‘ডোপ টেস্ট’ করা প্রয়োজন বলেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কোথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে—যারা গাড়ি চালাচ্ছে, তারা মাদক সেবন করে কি-না? তাদের ডোপ টেস্টের মাধ্যমে তা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা চালকের এ পরীক্ষাটা একান্তভাবে অপরিহারর্য। এ পরীক্ষাটা করতে হবে।

প্রধান মন্ত্রী আরও বলেন, আরেকটা প্রবণতা আছে আমাদের গাড়ির ড্রাইভারদের, ওভারটেক করা। একটা গাড়ি চলে গেছে এটাকে ওভারটেক করতে হবে। তখন হুঁশ থাকে না, বেহুঁশ হয়ে ওভারটেক করতে গিয়ে অ্যাকসিডেন্ট করে। এই প্রবণতাটাও বন্ধ করতে হবে।

এ সময় ড্রাইভারদের ট্রেনিং, লাইসেন্স পরীক্ষা-নিরীক্ষা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
X
Fresh