• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

তৃতীয় দিনের মতো চলছে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট (ভিডিও)

আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২০, ১০:৪৯

নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, খাদ্যভাতা, নিয়োগ ও পরিচয়পত্র দেয়াসহ ১১ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত রয়েছে।

সোমবার রাত ১২টা থেকে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদের ডাকা ধর্মঘটে সব ধরনের নৌযানে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে লাইটারেজ জাহাজে পণ্য উঠানামা বন্ধ আছে। পণ্য খালাস করতে না পারায় জাহাজ প্রতি ১৫ থেকে ২০ হাজার ডলার লোকসান দিতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান শ্রমিক নেতারা।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ধর্মঘটের কারণে বন্দরে অবস্থানরত কয়লা, সার, পাথরসহ মোট ১৪টি জাহাজের পণ্য খালাস করা যাচ্ছে না।

আরও পড়ুনঃ

কবরস্থানে কেঁদে ওঠা নবজাতকটি মারা গেছে

করোনার বিষয়ে মানুষের সচেতনতা বাড়ছে না, উল্টো কমেছে (ভিডিও)

এদিকে, সমস্যা সমাধানে বিকেলে চট্টগ্রাম বন্দর ভবনে কর্তৃপক্ষ ও নৌযান মালিক-শ্রমিক নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh