• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দেশের স্বার্থ বিকিয়ে ভারতের সঙ্গে চুক্তি নয়

অনলাইন ডেস্ক
  ১২ মার্চ ২০১৭, ২১:৩৮

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ইতিবাচক। সেদেশের সঙ্গে কোনো চুক্তি হলে তা জাতীয় স্বার্থেই হবে। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে কোনো চুক্তি করা হবে না। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার ভারত সফরের কথা শোনেই, বিএনপি ভারতবিরোধী কথা বলা শুরু করে। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করবেন না।

তিনি বলেন, বিএনপি উপরে উপরে বলছে, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না। কিন্তু তারা তলে তলে নির্বাচনে যাবার প্রস্তুতি শুরু করেছে।

সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে বিভিন্ন দোকান (সংগঠন) খোলা হয়েছে। এই সকল সংগঠনগুলোর কোনো আদর্শ নেই। এদের কাজ চাঁদাবাজি করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা। এইগুলো বন্ধ করতে হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh