• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আলুর সরকারি দরে সন্তুষ্ট ব্যবসায়ীরা: কৃষিমন্ত্রী

আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২০, ১২:০৮
কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক

আলুর সরকারি দাম ৩৫ টাকা নির্ধারণ করায় সন্তষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তবে এর পরেও বাজারে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। দাম বাড়ার কারণ খুঁজতে হবে। বললেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বুধবার এসব কথা বলেন তিনি।

এর আগে খুচরা পর্যায়ে ৫ টাকা বাড়িয়ে প্রতি কেজি আলুর সর্বোচ্চ দাম ৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ বুধবার (২১ অক্টোবর) থেকে এই মূল্য কার্যকর হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কৃষি বিপণন অধিদপ্তরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আলু ব্যবসায়ীদের সঙ্গে সভা করে আলুর দাম পুনঃনির্ধারণ করা হয়েছে বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে প্রথমে আলুর কেজিপ্রতি মূল্য খুচরা পর্যায়ে ৩৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৬ টাকা প্রস্তাব করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। তবে বাজার কমিটি এতে ভেটো দিলে প্রস্তাবটি নাকচ হয়।

পরে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং হিমাগারে ২৭ টাকা দাম প্রস্তাবিত হলে তা গৃহীত হয়।

এর আগে আলুর দাম কেজিতে খুচরা পর্যায়ে ৩০ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং হিমাগারে ২৩ টাকা ছিল।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh