• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খুচরা বাজারে আলুর দাম নির্ধারণ (ভিডিও)

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ১৮:৩৯

খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার।

আজ মঙ্গলবার খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে এক মতবিনিময় সভায় এ দাম নির্ধারণ করা হয়। বুধবার (২১ অক্টোবর) থেকে এই মূল্য কার্যকর হবে।

বৈঠকে খুচরা পর্যায়ে কেজি প্রতি ৩৫ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং হিমাগারে ২৭ টাকা দাম নির্ধারণ করা হয়।
এর আগে খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৬ টাকা প্রস্তাব করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। কিন্তু বাজার কমিটি এতে আপত্তি জানালে সেই প্রস্তাব নাকচ হয়।

এর আগে গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেঁধে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। তবে ওই দামের বিষয়ে ব্যবসায়ীরা সেসময় আপত্তি জানান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমদানি স্বাভাবিক থাকলেও বেড়েই চলেছে আলুর দাম
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ আলু আমদানি, তবু কমছে না দাম 
হিলিতে আলু আমদানি স্বাভাবিক, খুচরা বাজারে বেড়েছে দাম
X
Fresh