• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনা টেস্টে বিদেশগামীদের ভোগান্তি কমবে

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ১৮:২৩
health ministry, health Department
করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট

করোনা টেস্ট করতে এসে বিদেশগামী যাত্রীদের অনেকে বিভিন্ন সময়ে ভোগান্তির অভিযোগ তুলেছেন। সেই অভিযোগের নাগাল টানতে এবার সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ১০টি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার সুযোগ পাচ্ছেন বিদেশগামীরা।


মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেসরকারি ১০টি হাসপাতালের অনুমোদন দেওয়ায় দেশে সরকারি-বেসরকারি মিলে ২৬টি প্রতিষ্ঠানে এখন করোনার নমুনা টেস্ট করতে পারবেন মানুষ।


সংশ্লিষ্টরা জানান, বিদেশগামীদের করোনা নমুনা টেস্ট বাধ্যতামূলক। সেজন্য বড় অংশ করোনা টেস্টের মধ্যে বিদেশগামীরা থাকেন। এতে নমুনা পরীক্ষা কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। বেসরকারি দশটি প্রতিষ্ঠানে বিদেশগামী যাত্রী করোনা টেস্টের অনুমতি দেওয়ায় একদিকে যেমন অন্য হাসপাতালগুলোতে চাপ কমবে অন্যদিকে বিদেশগামীদের ভোগান্তিও কমে আসবে।


জানা গেছে, করোনা আক্রান্তের শুরুর দিকে বেসরকারি একটি হাসপাতালে করোনার নমুনা টেস্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর সাবধানে এগিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার যাচাই-বাছাই করে ১০টি বেসরকারি হাসপাতাল করোনার নমুনা পরীক্ষার অনুমোদন দিয়েছে। এর আগে ১৬টি সরকারি প্রতিষ্ঠানে করোনা টেস্টের অনুমোদন দেওয়া হয়েছিল।


১০ প্রতিষ্ঠানগুলো হল- আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআর,বি), মহাখালী, ঢাকা; ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, সোবহানবাগ, ঢাকা; ল্যাবএইড লি. ধানমণ্ডি ঢাকা; ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালী, ঢাকা; আইদেশী, মহাখালী, ঢাকা; পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমণ্ডি, ঢাকা; স্কয়ার হাসপাতাল, পান্থপথ, ঢাকা; এভারকেয়ার হাসপাতাল, বসুন্ধরা, ঢাকা; প্রাভা ডায়াগনস্টিক, বনানী, ঢাকা এবং ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি এই ল্যাবগুলোর আরটি-পিসিআর পরীক্ষায় কোভিড-১৯ মুক্ত থাকার সনদ দেশের সব বিমান, স্থল ও নৌবন্দরে প্রদর্শন করে বিদেশে যাওয়া যাবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
X
Fresh