• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ১৫:৩৮
In the last 24 hours, deaths and identities have decreased in Corona
করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে

দেশে করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু ৫ হাজার ৬৯৯ জন। আর শনাক্ত হয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৬১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯২ হাজার ৩২৫টি। এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ চার হাজার ৩৮৫ জন (৭৬ দশমিক ৯৪ শতাংশ) ও নারী এক হাজার ৩১৪ জন (২৩ দশমিক ০৬ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন ও ষাটোর্ধ্ব ১১ জন। আর মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রামের তিনজন, খুলনার একজন ও রংপুর বিভাগের দুইজন।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
X
Fresh