• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হেলিকপ্টারে অভিযান, ৯৪ ইলিশ ধরা ট্রলার ডুবিয়ে দিলো নৌ-পুলিশ

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ১১:৩২
Image of the expedition.
অভিযানের চিত্র। ফাইল ছবি

চলছে ইলিশ সপ্তাহ। মা ইলিশ সংরক্ষণে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় এবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদীতে অভিযান পরিচালনা করে ইলিশ ধরার কাজে নিয়োজিত ৯৪টি ট্রলার ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ সদস্যরা। এছাড়া ৬৭ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস্য অফিস। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে এই অভিযানে অংশ নেয়।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ট্রলারগুলো পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে। কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে পুড়িয়ে।

আরও পড়ুনঃ

আলু বিক্রি বন্ধ কারওয়ান বাজারে (ভিডিও)

ভারত থেকে অস্ত্র এনে সন্ত্রাসীদের কাছে বিক্রি, আটক এক

অপরাধে জড়িত চারজন জেলেকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে বলেও জানান তিনি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : ১০ ঘণ্টা পর ১৮ জেলে উদ্ধার
X
Fresh